• দার্জিলিং থেকে সুন্দরবন  কুচকাওয়াজে ঐক্যের বার্তা
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড় থেকে সুন্দরবন। আজ রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন রাজ্যের সমস্ত অংশের শিল্পীরা। দার্জিলিংয়ের খুকরি নাচ, চা বাগানের সাংস্কৃতিক অনুষ্ঠান, জঙ্গলমহল এলাকার সাঁওতালি নাচ, সুন্দরবনের বনবিবির পালা এবং বিভিন্ন জেলার বাউল দল তাঁদের শিল্পকলার প্রদর্শন করবেন। সেনাবাহিনী ও পুলিসের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশের সাংস্কৃতিক দিকও ফুটে উঠবে সাধারণতন্ত্রের কুচকাওয়াজে। 


    রবিবার সকাল সাড়ে ১০টায় রেড রোডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ১১টা পর্যন্ত চলবে কুচকাওয়াজ। প্রথমে আসবে প্যারেড কমান্ডারের জিপ, অত্যাধুনিক গাড়ি ও রোবটিক্স মিউলসের প্রদর্শনী, ভারতীয় সেনা, নেভি, এয়ার ফোর্সের পাশাপাশি মার্চ পাস্ট করবে কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং র‍্যাফ কন্টিনজেন্ট। ভারতীয় বায়ুসেনা আকাশ থেকে ফুলবর্ষণ করে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাবে দেশবাসীকে। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগান সামনে রেখে পথ নিরাপত্তার বার্তা দেবে কলকাতা পুলিসের মোটর সাইকেল কন্টিনজেন্ট, পশ্চিমবঙ্গ পুলিস ও কলকাতা পুলিসের উইনার্স টিম। প্যারেড করবে বাদশা খান সেন্টেনারি গার্লস হাইস্কুল, সেন্ট জেভিয়ার্স হাইস্কুল, চেতলা গার্লস হাইস্কুল, আদর্শ হিন্দি হাইস্কুল, বড়িশা হাইস্কুল এবং পুরুলিয়া সৈনিক স্কুলের পড়ুয়ারা।
  • Link to this news (বর্তমান)