• বৃষ্টির হাত ধরে পতন পারদে, তবে জাঁকিয়ে শীত আর নয়
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ওয়েদার যে শনিবার বিকেল থেকে বদলাবে, সে ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া অফিস। সেই আভাস মিলিয়ে শুক্রবারের তুলনায় এ দিন তাপমাত্রা কিছুটা কমে। সঙ্গে রাজ্য জুড়ে কুয়াশার দাপট। তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলে মনে করছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে তাদের পূর্বাভাস, সর্বত্র না হলেও, বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে আগামী ক’দিন বৃষ্টি হতে পারে। এর জেরে অবশ্য শীতের অনুভূতি বাড়তে পারে।

    দপ্তর জানাচ্ছে, আজ, রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী ক’দিন কিছুটা ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। বর্তমানে অসম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

    তবে বাংলায় বৃষ্টি হলেও তা হবে সামান্য। যে কারণে গুমোট ভাব থাকবে, বেলা বাড়লে অস্বস্তিবোধও হবে। রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা অবশ্য থাকছে। তাই ঠান্ডা অনুভূত হবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। এরই মধ্যে দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের এই চার জেলা হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)