এই সময়: আরজি করের চিকিৎসক তরুণীর খুন–ধর্ষণের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের হয়ে আইনি লড়াইয়ের জন্য আদালত লিগ্যাল সেলের মাধ্যমে আইনজীবী দিয়েছিল। নিম্ন আদালত সেই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।
হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের হয়ে আইনি লড়াই লড়তে গত সপ্তাহে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসেছিলেন এক আইনজীবী। যদিও হলফনামা হাতে না থাকায় আদালত তাঁকে জেলে গিয়ে সঞ্জয়ের থেকে ওকালতনামা নিয়ে আসার পরামর্শ দেয়। সোমবার হাইকোর্টে ফের এই মামলার শুনানি। তার আগে শনিবার কলকাতায় ওই আইনজীবী যশ জালান দাবি করেন, হাইকোর্টে সঞ্জয়ের হয়ে লড়াই করতে চান। কিন্তু তাঁকে ওকালতনামা নিতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত যশ নিজে শিবসেনার এ রাজ্যের নেতা। শিবসেনার রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা–রও এই মামলায় সঞ্জয়ের হয়ে দাঁড়ানোর কথা। এই অবস্থায় বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের জায়গায় রাজনৈতিক লড়াই হতে যাচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও যশ বলেন, ‘আমরা আইনজীবী হিসেবে এই লড়াই করতে চাইছি। কোনও রাজনৈতিক কর্মী হিসেবে নয়।’