• ভোটের জন্য নয়, মানুষের স্বার্থে ‘সেবাশ্রয়’: অভিষেক
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়: কোনও রাজনৈতিক অ্যাডভান্টেজ অথবা নির্বাচনী সুবিধা পেতে ‘সেবাশ্রয়’ কর্মসূচি হচ্ছে না, এই স্বাস্থ্য শিবিরের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা— শনিবার এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    ডায়মন্ড হারবার, ফলতা বিধানসভার পর এখন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এই স্বাস্থ্য শিবির চলছে। অভিষেক নিজে শুক্রবার বিষ্ণুপুরে তিনটি শিবির পরিদর্শন করেন। যে ব্যপ্তিতে এই স্বাস্থ্য শিবির চলছে, তা সদিচ্ছা ছাড়া বাস্তবায়িত করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণ ডায়মন্ড হারবারের সাংসদের।

    এক্স হ্যান্ডলে শনিবার অভিষেক বলেছেন, ‘নিখাদ সদিচ্ছার কারণে সেবাশ্রয় এই ব্যপ্তি পেয়েছে, এই উদ্যোগ অর্থবহ হয়ে উঠেছে। কোনও রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়া, প্রলোভন দেওয়া অথবা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য সেবাশ্রয় করা হয়নি। মানুষের সেবা করার মানসিকতা থেকেই এটা করা হয়েছে।’

    ফলতায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েও অভিষেক বলেছিলেন, ভোটের জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন এমন নয়। কারণ, সামনে কোনও নির্বাচন নেই। ‘সেবাশ্রয়’ শিবির শুরু হওয়ার পর গত ২৪ দিনে সাড়ে চার লক্ষের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বিষ্ণুপুরের ৪৭টি ক্যাম্পে শনিবার সাড়ে দশ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। লোকসভা অথবা বিধানসভায় বিতর্কে অংশ নেওয়া অথবা নীতি তৈরি করা জনপ্রতিনিধিদের একমাত্র কাজ নয় বলে অভিষেক মনে করছেন।

    জনপ্রতিনিধিদের কাজ আরও বৃহত্তর বলে তাঁর পর্যবেক্ষণ। এক্স হ্যান্ডলে অভিষেক বলেছেন, ‘মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার সমাধান করা প্রকৃত নেতৃত্বের পরিচয়। সেবাশ্রয় এই নীতির প্রতিফলন।’ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির এখন অজস্র মানুষের ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে বলেও অভিষেকের পর্যবেক্ষণ।

    অভিষেকের এই উদ্যোগ নিয়ে প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার বলেন, ‘যে পরিষেবা উনি দিচ্ছেন, তা দেওয়া খুব কঠিন কাজ। তবে উনি যেটা বলেছেন, সবাই অল্প অল্প করে চেষ্টা করলেও তা মানুষের লাভ দেবে।’ উল্লেখ্য, অভিষেকও ঘোষণা করেছেন, কোনও পঞ্চায়েত স্তর থেকে সাংসদ পর্যন্ত কোনও জনপ্রতিনিধি যদি তাঁর এলাকায় এমন শিবির করতে চান, তিনি সব রকম সহায়তা করবেন।

  • Link to this news (এই সময়)