ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু! হু-হু করে নামবে পারদ, রইল আবহাওয়ার বড় আপডেট
আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির শেষভাগে ফের শীতের নতুন ইনিংস শুরু। আজ, রবিবার থেকেই পারদ পতন শুরু। গতকালের তুলনায় আজ খানিকটা কমল তাপমাত্রা। চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আরও খানিকটা কমবে পারদ। জাঁকিয়ে ঠান্ডার আমেজ না থাকলেও, ভরপুর শীতের আমেজ থাকবে বাংলা জুড়ে।
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর দু'দিন তাপমাত্রা ফের খানিকটা বাড়তে পারে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় বুধবারের মধ্যে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ও উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বুধবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে।