সোনার দাম বৃদ্ধি অব্যাহত। আজ ২৬ জানুয়ারি, রবিবার আরও বাড়ল সোনার দাম। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দিন খানিকটা কমেছিল দাম। এর পর থেকে হু হু করে বাড়ছে সোনার দাম। টানা দু'দিন রেকর্ড উচ্চতায় দাম বাড়ল সোনা ও রুপোর।
আজ দেশে ২৬ জানুয়ারি ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন নেই। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮২,৫৭০ টাকা রয়েছে। একই সময়ে, ১০০ গ্রাম সোনার দাম আজ ৮,২৫,৭০০ টাকা রয়েছে। আজ প্রতি ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৫৭০ টাকা এবং প্রতি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮,২৫৭ টাকা। প্রতি ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৬,০৫৬ টাকা রয়েছে।
আজ কলকাতায় সোনার দাম কত?
তবে কলকাতায় আজও রেকর্ড উচ্চতায় বাড়ল দাম। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৭,০৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮১,০৫০ টাকা। সোনার বাটের দাম প্রতি ১০ গ্রামে ৮০,৬৫০ টাকা রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকাল ২৫ জানুয়ারি ২০২৫-এ হলমার্ক ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৭ হাজার টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৮১ হাজার টাকা ও পাকা সোনার বাট প্রতি ১০ গ্রামে ছিল ৮০, ৬০০ টাকা।
বিয়ের মরশুমে এই হারে সোনার দাম বাড়ায় মাথায় হাত সাধারণ ক্রেতার। চিন্তায় সোনায় লগ্নিকারীরাও।
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবেন কীকরে?
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।