• TMC-র নতুন স্বাস্থ্য সংগঠন, মাথায় শশী পাঁজা, আরজি কর-এর জের?
    আজ তক | ২৬ জানুয়ারি ২০২৫
  • স্বাস্থ্যক্ষেত্রে নয়া সংগঠন তৈরি করছে শাসক দল তৃণমূল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একাংশ থাকবেন এই সংগঠনে। নেতৃত্বে দিতে পারেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা। তাঁকেই এই সংগঠনের চেয়ারপার্সন করা হতে পারে। আগামী সোমবার দুপুর আড়াইটা নাগাদ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। 

    সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংগঠনের নাম হতে পারে ‘প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশন’। তবে যা জানা যাচ্ছে এই সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন। শুধু সরকারি নয়,  বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, কর্মীরাও এই সংগঠনের সদস্য হতে পারবেন। 

    শুধু শশী পাঁজা নন, একাধিক চিকিৎসক সাংসদ ও বিধায়ক এই সংগঠনে যোগ দিতে চলেছেন। আরজি কর কাণ্ডের আবহের মধ্যে এই সংগঠনের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক মহলের। 

    এই সংগঠন প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সরকার উন্নতি সাধন করেছে তা বলার অপেক্ষা রাখে না । আরজি কর কাণ্ডের সময় যা ঘটেছে, তা অন্তর্ঘাত হতে পারে ৷ তবে নতুন এই সংগঠন সম্পূর্ণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে । সরকারের বিরুদ্ধে অপপ্রচার হলে সত্যিটা সামনে আনবে ।"

    যদিও সরাসরি তৃণমূলের চিকিৎসকদের সংগঠন ইতিমধ্যে রয়েছে, যার নাম প্রোগ্রেসিভ ডক্টর্‌স অ্যাসোসিয়েশন। তবে আরজি কর কাণ্ডের সময় এই সংগঠন তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। যে কারণে নয়া সংগঠন তৈরি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজ তক)