জেলে মাটন-চিংড়িতে লাগাম ছিল না? পার্থর অবস্থার আরও অবনতি
আজ তক | ২৬ জানুয়ারি ২০২৫
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবারই তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এবং আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এখনও পর্যন্ত যা খবর, তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। খাওয়ার রুচিও নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আড়াই বছর ধরেই তিনি বিচারাধীন বন্দি।
হার্টের অবস্থা জানতে ইকোকার্ডিয়োগ্রাম করা হয়েছে
পার্থর শরীরে ক্রিয়েটিনিন বেশি। পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাও ওঠানামা করছে। শনিবার এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ড চেক আপ করেছে। হার্টের অবস্থা জানতে ইকোকার্ডিয়োগ্রাম করা হয়েছে। করা হয়েছে রক্ত পরীক্ষাও। কেন হঠাত্ এতটা অবস্থার অবনতি হল পার্থ চট্টোপাধ্যায়ের? ডাক্তাররা মূলত, পার্থর খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন। প্রাক্তন মন্ত্রীর খাওয়াদাওয়ায় কোনও লাগাম নেই।
এখনও সংকট মুক্ত নন তিনি
সূত্রের খবর, জেলে পার্থ প্রায়ই আলাদা করে কুপন কেটে বেশি টাকা দিয়ে ক্যান্টিন থেকে মাটন কিনে খান। চিংড়ি মাছও দেদার খাচ্ছিলেন। সপ্তাহে বেশির ভাগ দিনই মাটন, চিংড়ি চলত। মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড সূত্রে খবর,আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে তার। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন তিনি।
২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির পাশাপাশি পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। জেলের ভিতর একাধিক বার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গ্রেফতারির পর ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়েও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। একাধিক বার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে।