• আজ অনেকটাই নামল তাপমাত্রা, নতুন সপ্তাহে বৃষ্টি, ফিরছে কি শীত?
    আজ তক | ২৬ জানুয়ারি ২০২৫
  • জানুয়ারি মাস শেষে হতে চলল, তবে তেমন ভাবে শীতের দেখা নেই। রাজ্যের নানা প্রান্তে এখন চলছে হাল্কা শীতের খেলা।  ফের কবে ফিরবে জাঁকিয়ে শীত? এই প্রশ্ন এখনও অনেকের মনে রয়েছে।  তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর। একই সঙ্গে তাদের পূর্বাভাস, সর্বত্র না হলেও, বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে আগামী ক’দিন বৃষ্টি হতে পারে। এর জেরে অবশ্য শীতের অনুভূতি বাড়তে পারে। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    যা জানাচ্ছে হাওয়া অফিস
     চলতি বছর শীতের মরশুমে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার বাধা প্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়া, আর তাতেই শীতের আমেজ উধাও। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার দৃশ্যমানতা ৫০ মিটারের মধ্যে নামবে।

    নতুন সপ্তাহে বৃষ্টি
    হাওয়া অফিস জানাচ্ছে, আজ, রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী ক’দিন কিছুটা ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। বর্তমানে অসম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে বাংলায় বৃষ্টি হলেও তা হবে সামান্য। যে কারণে গুমোট ভাব থাকবে, বেলা বাড়লে অস্বস্তিবোধও হবে। রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা অবশ্য থাকছে। তাই ঠান্ডা অনুভূত হবে।  এরই মধ্যে দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই চার জেলা হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে বলেও জানানো হয়েছে।

    তাপমাত্রা ফের কমবে
    শনিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে রাজ্যে। আজ থেকে নামবে পারদ। মঙ্গলবার এর মধ্যে তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই মুহূর্তে অসম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। তার জেরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সামান্য বৃষ্টির জেরে তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও একটা গুমোট ভাব থাকবে। বেলা বাড়লে অস্বস্তিবোধও হবে। কিন্তু রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা। ফলে শীতের অনুভূতি হবে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে মোটামুটি স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। 

    কলকাতার আবহাওয়া
    কলকাতায় শনিবার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।  কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। হাওয়া অফিস বলছে, শনিবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তনের কারণে ফের বইবে উত্তুরে হাওয়া। রবিবার থেকে আবার তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
  • Link to this news (আজ তক)