• লছিপুরে পিস্তল সমেত গ্রেপ্তার বিহার-ঝাড়খণ্ডের ৭ দুষ্কৃতী
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • এই সময়, আসানসোল: ফের ভিনরাজ্যের দুষ্কৃতী যোগ উঠে এল নিয়ামতপুরের লছিপুরের যৌনপল্লিতে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একযোগে ওই যৌনপল্লিতে হানা দিয়ে সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতদের এক জনের বাড়ি বিহারের জামুইয়ে। বাকি ৬ জন ঝাড়খণ্ডের ধানবাদ ও সিংভুম জেলার বাসিন্দা।

    ধৃতদের নাম ভিকি কুমার ওরফে সিং, রাহুল কুমার সাহু, হেমন্ত কুমার ওরফে সুধাংশু, ভিকি বনশল, অর্চিত কেশরি, আকাশ জিন্দাল ও রোশন সিং। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ ও নগদ ৩৫ হাজার টাকা পাওয়া গিয়েছে। এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের সঙ্গে থাকা কালো রঙের দু’টি দামি গাড়ি। দু’টি গাড়িরই নম্বর ঝাড়খণ্ডের। এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে সাতটি মোবাইল ফোন।

    শনিবার ধৃতদের পেশ করা হয় আসানসোল আদালতে। ধৃত চার জনকে নিজেদের হেফাজতে পেতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে ভিকি কুমার, রাহুল কুমার সাহু, ভিকি বনশল ও অর্চিত কেশরিকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমিশনারেটের এক পুলিশ আধিকারিক জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃতরা কেন যৌনপল্লিতে এসেছিল জেরায় তার কোনও সদুত্তর দিতে পারেনি ওই যুবকরা। তাই হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানা হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে নিয়ামতপুর ফাঁড়ির ডিউটি অফিসার জানতে পারেন, কালো রঙের দু’টি দামি গাড়িতে ৬–৭ জন লছিপুরের যৌনপল্লিতে এসেছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। ডিউটি অফিসার বিষয়টি নিয়ামতপুর ফাঁড়ির ইন–চার্জ ও কুলটি থানার ইনস্পেক্টর ইন–চার্জকে জানান। তাঁদের নির্দেশ মতো রাতে পুলিশের একটি দল লছিপুরে পৌঁছয়। রাত ১২টা নাগাদ কালো রঙের গাড়ি দু’টিকে পুরোনো জিটি ধরে নিয়ামতপুরের দিকে এগিয়ে যেতে দেখে পুলিশ। দু’টি গাড়ির চালককে পুলিশ দাঁড়াতে বলে।

    কিন্তু গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে গাড়ি দুটো। জিটি রোড ধরে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে লছিপুরে গাড়ি দু’টিকে আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি দু’টি থেকে একটি বন্দুক, একটি ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়। তার পরেই গাড়ি দু’টিতে থাকা সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)