• দিঘার সৈকতে ছুটির ঢেউ নেই, পর্যটকরা সব গেলেন কোথায়? উদ্বেগ
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • বাঙালি মানেই ‘দিপুদা’, বছরের পর বছর অন্তত এমনটাই চলে এসেছে। কিন্তু ধীরে ধীরে কি বাঙালির আল্টিমেট ডেস্টিনেশন দিঘার প্রতি টান কমছে? ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পড়েছে রবিবার। ফলে সরকারি ছুটিতে কোপ বসেছে। কিন্তু সপ্তাহান্তে যে ভিড় দিঘায় দেখা যায় তা এ বার চোখে পড়েনি। অন্তত এমনই দাবি সেখানকার হোটেল মালিকদের।

    প্রতি বছর এই সময়ে টানা ছুটিতে দিঘায় বেড়াতে আসেন বহু পর্যটক। কিন্তু এ বার সেই চেনা ছবি আচমকাই বদলেছে। গত বছরগুলিতে এই সময়ে প্রায় সমস্ত হোটেল বুক ছিল বলে দাবি ব্যবসায়ীদের। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলছেন, ‘চলতি বছর সেই চিত্র একেবারেই আলাদা।’ তিনি জানান, প্রতি বছর নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের সময়ে ৪৫ থেকে ৫০ শতাংশ হোটেল আগে থেকেই বুক থাকত। বেশ রমরমা ব্যবসা চলত। এ বার তা হয়নি।

    চলতি বছর কেন পর্যটকদের এই ভাটা? তা ঠাহর করতে পারছেন না তিনিও। এ দিকে দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করার জন্য রামনগর-১ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ওল্ড দিঘায় বিশ্ব বাংলা ২ নম্বর গেটে পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা ভিড় জমালেও পর্যটকদের সেই ভিড়ে দেখা যায়নি।

    নিউ দিঘার এক হোটেল ব্যবসায়ী বিমল রায়ের আক্ষেপ, ‘কেন বুকিং হঠাৎ করে কমলো তা বুঝতে পারছি না। তবে আশা করা যায়, আগামী দিনে হোটেল ব্যবসা ভালো হবে। এই ব্যবসার উপরে বহু মানুষের রুটি-রুজি জড়িত। ফলে হোটেল ব্যবসা ভালো না হলে অনেক মানুষকে সমস্যায় পড়তে হবে।’

  • Link to this news (এই সময়)