• রেড রোডের প্যারেডে মিউল ‘সঞ্জয়’ই তারকা, তাক লাগিয়ে দিল এই রোবট কুকুর
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • ২৬ জানুয়ারির বর্ণাঢ্য কুচকাওয়াজ রেড রোডে। প্রত্যেক বারের মতো এ বারও রেড রোড ধরে হেঁটে, অভিবাদন মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ দিন রাজপথে দেখা গেলো ভারতীয় সেনাবাহিনীর সমরসম্ভার। এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুকে লেখেন, ‘আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুণ্ণ রাখার। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।’

    এ দিন রেড রোডের কুচকাওয়াজের একেবারে শুরুতেই ছিল ভারতীয় সেনাবাহিনীর শৌর্যের প্রতীক সমরাস্ত্র পিনাক, মাল্টি-ব্যারল রকেট লঞ্চার। এর পর একে একে দেখা গেলো সেনার অত্যাধুনিক গাড়ি রণজিৎ, রণবিজয়, ঐরাবত। দুর্গম বন্ধুর পথ ধরেও এই গাড়ি অনায়াসে পৌঁছে যায় যুদ্ধক্ষেত্রে।

    রেড রোডে এ দিন দেখা গেলো মাল্টি ইউটিলিটি লেগড ইক্যুইপমেন্ট বা মিউল। রোবোটিক এই মিউল-এর নাম সঞ্জয়। সকলের নজর ছিল তার দিকে। ঠিক যেমন কমান্ড পাচ্ছে, সেই মতোই তার নড়াচড়া। প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বাহিনী রেড ডেভিলস, রাজপুতানা রাইফেলস থেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুলিশের র‍্যাফ, ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্মড পুলিশের ব্রাস ব্যান্ড, পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের মহিলা র‍্যাফ বাহিনী, আরোহী উইনার্স টিম— সকলেই ছিল এই কুচকাওয়াজে।

    কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়া, লোকপ্রসার শিল্পীরা। বাংলার বাউল গান থেকে বনবিবির পালা, আদিবাসী নাচ থেকে চা-বাগিচার নৃত্য, অসামান্য ঐকতানের রেশ ধরে রাখল এ দিনের সকালের রেড রোড।

  • Link to this news (এই সময়)