প্রজাতন্ত্র দিবসের আগে ফরাক্কা থেকে উদ্ধার হলো অস্ত্র। দুই আন্তঃরাজ্য অস্ত্র-পাচারকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বিহার থেকে আনা ৪টি সেমি অটোমেটিক পিস্তল এবং ৮টি ম্যাগাজ়িন উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ফরাক্কা থানায়।
বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার সকালে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ফরাক্কা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকাকে তল্লাশি চালায়। সেখান থেকে অস্ত্রপাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪টি ৭এমএম সেমি অটোমেটিক পিস্তল, ৮টি ম্যাগাজ়িন উদ্ধার হয়েছে। ধৃতদের নাম ইজারুল হক এবং মোস্তাফা শেখ।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তি আন্তঃরাজ্য অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। বিহার থেকে মুর্শিদাবাদে অস্ত্র সরবরাহ করত তারা, সূত্রের খবর এমনটাই। এই চক্রে তাদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
প্রজাতন্ত্র দিবসের আগে এই অস্ত্র কোন উদ্দেশ্যে তারা রাজ্যে নিয়ে এসেছিল? তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাম্প্রতিক সময়ে কলকাতার কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর হামলা হোক বা মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুন, একাধিক অপরাধের ঘটনায় বিহারের দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। তা চিন্তা বাড়িয়েছে তদন্তকারীদের।
কিছুদিন আগেই কলকাতা এবং বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে বেআইনি অস্ত্র কারখানা চালানোর জন্য বিহার থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিহারের মধুবনি জেলার খুতাউনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানের আড়ালে চলত এই অস্ত্র কারখানা।