• জলপাইগুড়ি বইমেলায় টেকনো ইন্ডিয়া স্কুলের সংবর্ধনা ক্রীড়া এবং বিজ্ঞানের কৃতি পড়ুয়াদের...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়া, কৃতি পড়ুয়াদের পাশে থেকে বরাবর। জলপাইগুড়ি বইমেলায় ক্রীড়া এবং বিজ্ঞান বিভাগের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। কৃতিদের তালিকায় ময়নাগুড়ি রোড বিদ্যালয়ের ছাত্রী ভগবতী মন্ডল, সে এই বয়সেই পার্থেনিয়াম থেকে ফার্টিলাইজার তৈরি করেছে । 

    ৬৮তম জাতীয় স্কুল গেমস ভলিবল এ সোনা জিতেছে শর্মিষ্ঠা ঘোষ, জুডোতে ব্রোঞ্জ জিতেছে সুব্রত রায়, ডিসকাস-এ রুপো জিতেছে স্বপ্নীল দত্ত, অনূর্দ্ধ ১৯ বিভাগে শট পুট-এ ব্রোঞ্জ জিতেছে মনোজ রায়।  এদিন তাদের সকলকে মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে। তালিকায় রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়া অঞ্চিতা ভৌমিক। ছবি এঁকে জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে সে। 

    এই অনুষ্ঠানের আয়োজিত হয় শনিবার সন্ধেয়, জেলা বইমেলায়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায় , উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গের স্কুল অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার নির্মাল্য আচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, জলপাইগুড়ির প্রিন্সিপাল কৃত্তিকা ঘোষ-সহ শিক্ষক-শিক্ষিকা এবন বিশিষ্টজনেরা। 

    কেবল সংবর্ধনা অনুষ্ঠান নয়, একই সঙ্গে  স্কুলের ছাত্রছাত্রীরা বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের সূচনা হয়, স্কুলের পড়ুয়া দেবারতি এবং আরাত্রিকার নৃত্যু পরিবেশনার মধ্যে দিয়ে। একে একে মঞ্চে অনুষ্ঠান পরিবেশনা করেন স্কুলের পড়ুয়ারা। শীতের সন্ধেয় অনুষ্ঠান মন কেড়েছে বইমেলায় উপস্থিত বইপ্রেমী-দর্শকদের।
  • Link to this news (আজকাল)