সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলেছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা-বাবা। তাঁর পদত্যাগের দাবি করেছেন। এনিয়ে কুণাল ঘোষ প্রশ্ন তুলে তদন্ত চেয়েছেন কুণাল ঘোষ। রবিবার নির্যাতিতার মা-বাবাকে কার্যত 'পাগল-ছাগল' বলে দিলেন ফিরহাদ হাকিম। নির্যাতিতার মা-বাবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবির প্রশ্নে কলকাতার মেয়রের দাবি,'পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা কেউ স্পটে ছিল?'
সোমবার আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। তারপর থেকেই ফুঁসছেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই যথেষ্ট প্রমাণ দিতে পারেনি বলে দাবি করেন ফিরহাদ। বলেন,'আপনারা বা সংবাদ মাধ্যম বিচার করতে পারে না। চার্জশিট, কেস ডায়েরিতে থাকতে হবে। আপনি বললেন আর কাউকে ফাঁসি দিয়ে দিলাম, সেটা হয় না। তথ্যপ্রমাণের উপর বিচারক বিচার করেন। সিবিআই যথেষ্ট প্রমাণ দিতে পারেনি'।
তিনি যোগ করেন,'কলকাতা পুলিশ তদন্ত করলে ফাঁসির সাজা হত। আমরা ফাঁসি চেয়েছিলাম, যাতে অন্য কোনও মেয়ের দিকে কেউ নজর দিতে না পারে। ওঁর প্রতি আমাদের ১০০ শতাংশ সমর্থন আছে। কিন্তু এক্তিয়ার বর্হিভূত কথা বলছেন ওঁরা'।
নির্যাতিতার মা-বাবার বিরুদ্ধে ঘন ঘন বয়ান বদলের অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, এর পিছনে বাম-অতিবামদের যোগ রয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়,'সম্মান দিয়ে বলছি, চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়েছেন মা-বাবা। বাড়িতে সব ঠিক ছিল কিনা সেটাও তো তদন্ত করে দেখা উচিত। আপনারাই চেয়েছিলেন সিবিআই। আপনাদের শিখণ্ডী করে ব্যবহার করা হচ্ছে। ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী সম্পর্কে যে সব কথা বলেছেন, দয়া করে বলবেন না। আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে গিয়েছে। যে মুখ্যমন্ত্রীর পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরেছে, তাঁকে আক্রমণ করছেন আপনার! এদের সঙ্গে তথাকথিত বিপ্লবীদের কী যোগ রয়েছে, তা তদন্ত করে দেখা উচিত'।