• হায়দরাবাদ থেকে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জানুয়ারি ২০২৫
  • মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী হাসান শেখ খুনের ঘটনায় ধৃতের তালিকায় যুক্ত হল আরও দুটি নাম। হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আব্দুল আলিম এবং জাবিউল মোমিনকে। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে এই দুই অভিযুক্ত। এর ফলে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

    তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত ১০ দিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদে অভিযান চালানো হয়। তেলেঙ্গানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের লুকিয়ে থাকার জায়গায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আব্দুল আলিম ইট দিয়ে হাসান শেখের মাথায় আঘাত করছে।

    গত ১৪ জানুয়ারি মালদহের কালিয়াচকের নয়াবস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠানে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের জেরে দলীয় কর্মী হাসান শেখের মাথায় ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। প্রথমে গুলি চালানোর দাবি উঠলেও তদন্তে পুলিশ জানায়, কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। দেড়দিনের মধ্যেই পুলিশ আমির হামজা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয় জাকির শেখ। যাকে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর ধরা পড়ে জাকির শেখের ঘনিষ্ঠ মহম্মদ রেয়াউল হক। তাদের জেরা করেই আব্দুল আলিম ও জাবিউল মোমিনের সন্ধান পায় পুলিশ।

    নবগ্রেপ্তার দুই অভিযুক্তকে হায়দরাবাদ থেকে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, তাদের জেরা করে হত্যাকাণ্ডের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। পুরো ঘটনার মূলে থাকা চক্রটি ভেঙে দিতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)