'আরজি কর কাণ্ডের সময় ছাড় দেওয়া হয়েছিল…', ৪ সরকারি ডাক্তারের নামে থানায় অভিযোগ
হিন্দুস্তান টাইমস | ২৬ জানুয়ারি ২০২৫
চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হল। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, সুবর্ণ গোস্বামী, মানস গুমটা, রঞ্জন ভট্টাচার্য এবং উৎপল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তাঁরা মেডিক্যাল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধাপ্রদান করছিলেন বলেই লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে আপাতত ওই চার সরকারি চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কাউন্সিলের সামনে বামপন্থী সংগঠন এবং বিভিন্ন চিকিৎসক সংগঠন বিক্ষোভ দেখিয়েছিল। সেটা মেনে নেওয়া হয়েছে।
কিন্তু তারপরও কয়েকটি বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা নিয়মিত কাউন্সিলের কাজে বাধাদান করে যাচ্ছেন বলে অভিযোগ করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওই সদস্য। তিনি দাবি করেছেন, রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসকদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এক সদস্য।