• কলকাতা বিমানবন্দরে আত্মহত্যা করলেন এক যাত্রী, সাধারণতন্ত্র দিবসে তুলকালাম কাণ্ড
    হিন্দুস্তান টাইমস | ২৬ জানুয়ারি ২০২৫
  • আজ, সাধারণতন্ত্র দিবসের দিনই তুলকালাম কাণ্ড ঘটে গেল কলকাতা বিমানবন্দরে। এই দিনে কলকাতা বিমানবন্দরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে। কড়া নজরদারি থাকে। আর সেই দিনেই এক যাত্রী বিমানবন্দরে ইতিউতি ঘুরছিলেন। তাঁকে দেখে বিশেষভাবে সন্দেহ হয়নি নিরাপত্তারক্ষীদের। হঠাৎই ওই যাত্রী ডিপারচার ফ্লাইওভার থেকে দিলেন মরণঝাঁপ। নীচে পড়তেই থেঁতলে গেল ওই যাত্রীর মাথা। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে এভাবেই আত্মহত্যা করলেন ইম্ফল থেকে আসা এক যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

    বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর নাম ও সিং ‌। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ। যদিও এই ঘটনার জেরে উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার কোনও খবর মেলেনি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে বিমানবন্দর চত্বরে। ২৩ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে বিমানে কলকাতায় এসেছিলেন যাত্রী ও সিং। একটি বেসরকারি সংস্থার সন্ধ্যার বিমানে আসেন ওই যাত্রী। আর আজ কয়েক ঘণ্টা ধরেই ওই যাত্রী কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন।


    আজ যাত্রী ও সিংকে বিমানবন্দরে ঘুরতে দেখেন অনেকেই। তাঁর মানসিক ভারসাম্য নিয়ে অনেকের প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এত বাড়তি নিরাপত্তা থাকা সত্ত্বেও কেমন করে এই ঘটনা ঘটল?‌ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। এই ব্যক্তি যখন বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের কাছে ঘোরাফেরা করছিলেন তখন কারও নজরে পড়ল না বিষয়টি!‌ অবাক হচ্ছেন অনেকেই। এখানে এসে কোথায় থাকতেন ওই যাত্রী সেটা কিছু জানা যায়নি। তবে বিমানবন্দরের কর্মীরা জানান, তাঁকে কদিন ধরে দেখা যাচ্ছিল এই এলাকাতেই।

    এছাড়া ডিপারচার ফ্লাইওভারের নীচ থেকে গোঙানির শব্দ শুনে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। ততক্ষণে ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে ফেলেছেন ওই যাত্রী। যা দেখে স্তম্ভিত বাকি যাত্রীরা। ডিপারচার ফ্লাইওভারের কাছে যখন ওই যাত্রীকে ঘোরাফেরা করতে দেখা গেল তখন কেন তাঁকে সরিয়ে দেওয়া হল না? উঠছে প্রশ্ন। সাধারণতন্ত্র দিবসে এই ঘটনায় হুলুস্থূল কাণ্ড বেঁধে যায়। ছুটোছুটি করতে থাকেন বিমানবন্দরের কর্মীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)