ডিএ বাড়ছে না, তবে এরই মধ্যে সরকারি কর্মীদের জন্যে সুখবর শোনাল রাজ্য
হিন্দুস্তান টাইমস | ২৬ জানুয়ারি ২০২৫
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করে মোদী সরকার। অপরদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এখনও মহার্ঘ ভাতাই বৃদ্ধি হল না। তবে এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অর্থ দফতরের জারি বিজ্ঞপ্তি সব দফতর এবং জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে। তাতে জানানো হয়েছে, এ বার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘টার্মিনাল বেনিফিট’
উল্লেখ্য, বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়েছে আরও। গত ২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল। তবে ২০২৪-এর বড়দিনে আর সেই সংক্রান্ত কোনও ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ১৯৭০ সালের পে কমিটি গঠন করা হয়েছিল। এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয়, তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে। আর কেন্দ্রে সপ্তমের জায়গায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে।
আর এদিকে সম্প্রতি ক্যাবিনেট বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিকে ২০২৫ সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু'জন সদস্য নিয়োগ করা হবে।