• দোষ স্বীকার করলেই সব ম্যানেজ হয়ে যাবে, ‘অফার’ দেন IPS অফিসার, বিস্ফোরক সঞ্জয়
    হিন্দুস্তান টাইমস | ২৬ জানুয়ারি ২০২৫
  • 'দোষ স্বীকার করলেই বাকি সব ম্যানেজ হয়ে যাবে'- এক আইপিএস অফিসার তাকে এমনই কথা বলেছিলেন বলে দাবি করল সঞ্জয় রায়। সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার দাবি করেছে যে গ্রেফতারির পরে লালবাজারের সেলে তার উপরে অত্যাচার চালানো হয়। করা হয় মারধর। নগ্ন করেও চলে অত্যাচার। তারইমধ্যে তাকে এক আইপিএস অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই আইপিএস অফিসার তাকে 'অফার' দেন বলে দাবি করেছে সঞ্জয়। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের  আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় দাবি করেছে, ওই আইপিএস অফিসার বলেছিলেন যে সিভিক ভলান্টিয়ার যেন দোষ স্বীকার করে নেয়। নিজের ঘাড়ে যেন দোষ চাপিয়ে নেয় সঞ্জয়। তাহলেই সবকিছু ম্যানেজ করে নেওয়া হবে। যদিও সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফের মারধর করা হয় বলে দাবি করেছে সঞ্জয়।

    আদালতেও সঞ্জয় দাবি করেছিল যে তাকে মারধর করা হয়েছিল। শিয়ালদা আদালতের রায়ের কপি অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫১ ধারার আওতায় বয়ান রেকর্ডের সময় সঞ্জয় দাবি করেছিল যে তাকে লালবাজারে রাখা হয়েছিল। টেনে ধরা হয়েছিল তার চুল। এমনকী সঞ্জয়ের আইনজীবী সন্দেহপ্রকাশ করেন যে ফাঁসানোর জন্য অপরাধস্থলে ইচ্ছা করে প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের চুল রেখে দেওয়া হতে পারে।


    যদিও সঞ্জয়ের আইনজীবীর সেই 'ষড়যন্ত্র' তত্ত্বে পাত্তা দেয়নি শিয়ালদা আদালত। রায়ের কপিতে বিচারক অনির্বাণ দাস জনান, কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিসারের বয়ান রেকর্ড করার সময় তাঁকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হয়নি। এমনকী যখন 'ক্রস' করা হচ্ছিল, তখন একবারের জন্যও বলা হয়নি যে পুলিশের হেফাজতে থাকাকালীন সঞ্জয়কে মারধর করা হয়েছিল।


    শুধু তাই নয়, রায়ের কপিতে বিচারক স্পষ্টভাবে জানান, সাক্ষীদের বয়ান শোনার পরেই পুরো বিষয়টি যে সঞ্জয় বানিয়েছে, সেটা নির্ধারণ করার জন্য পর্যাপ্ত সুযোগ আছে। আর কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার যে দাবি করেছে, সেটার কোনও ভিত্তি নেই বলেও জানিয়ে দিয়েছে শিয়ালদা আদালত। যে আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।


    আর সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয়ের ফাঁসির আর্জি জানানো হয়েছে। তারইমধ্যে সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারে আইনজীবীর সঙ্গে দেখা করেছে সঞ্জয়। গত বুধবার এবং বৃহস্পতিবার আইনজীবীর সঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের সেই সাক্ষাৎ হয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)