• প্রজাতন্ত্র দিবসে হইচই কলকাতা বিমানবন্দরে, আত্মঘাতী ইম্ফলের যাত্রী
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • প্রজাতন্ত্র দিবসের দিন অঘটন কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ এক যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত যাত্রীর নাম ওইনাম রঞ্জন সিং (৫০)। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ। যদিও এই ঘটনায় উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার কোনও খবর নেই।

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন ওই যাত্রী। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। সূত্রের খবর, আজ তাঁকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, তার পরেও বছর পঞ্চাশের ওই ব্যক্তি বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের কাছে ঘোরাফেরা করছিলেন। 

    মনে করা হচ্ছে, ওই ফ্লাইওভার থেকেই তিনি ঝাঁপ দিয়ে দিয়েছেন। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। যদিও এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীকে ও ভাবে ঘুরতে দেখে কেন একা ছেড়ে দেওয়া হল সে নিয়ে প্রশ্ন উঠেছে। 

    বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ৩.২৩ নাগাদ ওই ব্যক্তির ঝাঁপ দেওয়ার খবর পাওয়া যায়। এর পর তাঁকে অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে পাঠানো হয়। বারাসত হাসপাতাল থেকে তাঁকে মৃত বলে জানানো হয়।

  • Link to this news (এই সময়)