• বাদ যাওয়া হাত ফিরে পেলেন অর্পণ, হাসপাতাল থেকে ডাক পড়ল এই বিশেষ কাজে
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৫
  • গত ৫ মাস আগে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাঁ-হাত কনুই থেকে বাদ চলে যায় হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা অর্পণ সামন্তের (৩৮)। দীর্ঘ অস্ত্রোপচারে অসাধ্য সাধন করে বাদ যাওয়া সেই হাত জোড়া লাগিয়েছেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের প্লাস্টিক সার্জেন আদিত্য কানোই।

    আজ রবিবার, ৭৬তম প্রজাতন্ত্র দিবসে হাসপাতালের পতাকা উত্তোলনে ডাক পড়ে অর্পণের। সেই হাত দিয়েই পতাকা উত্তোলন করলেন তিনি।

    জানা গিয়েছে, কারখানায় কাজ করার সময়ে মেশিনে হাত ঢুকে গিয়ে বাঁ-হাত কনুই থেকে বাদ চলে যাওয়ার পরে উদয়নারায়নপুরের বাসিন্দা অর্পণ ভর্তি হন এই বেসরকারি হাসপাতালে। একটানা আট ঘণ্টার অপারেশনে বাদ যাওয়া বাঁ-হাত জোড়া লাগিয়েছেন চিকিৎসক আদিত্য কানোই। সঙ্গে ছিলেন অর্থোপেডিক সার্জেন্ট সৌমজিৎ মণ্ডল ও আরও অনেকে।

    অর্পণ বলেন, ‘ভাবিনি কোনওদিন হাত জোড়া লাগবে। আজ নিজের হাতে পতাকা তুলেছি। হাসপাতালের তরফে আমাকে এখানে ডাকায়, আমি খুশি।’

    হাসপাতালের প্লাস্টিক সার্জেন ডক্টর আদিত্য কানোই বলেন, ‘অপারেশনটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এখন অর্পণ অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। আশা করছি খুব তাড়াতাড়ি উনি সম্পূর্ণ সেরে উঠবেন।’

    ওই হাসপাতালের ডিরেক্টর তপানি ঘোষ জানান, কোনও দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ হলে মনের জোরটা খুবই জরুরি। অর্পণ ও তাঁর গোটা পরিবার এটা করে দেখিয়েছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হলো সকলকে।

  • Link to this news (এই সময়)