• স্কুলের কাছেই দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সহপাঠী
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই ছাত্রীর সহপাঠী। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। ধৃত নাবালককে রবিবার জুভেনাইল কোর্টে পেশ করে পুলিশ। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। 

    পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় একই স্কুলের পড়ুয়া দু’জনে। দু'দিন আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ওই দিনই নাবালিকাকে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে দশম শ্রেণির ওই ছাত্র বলে অভিযোগ। নাবালিকা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে শনিবার বিকেল নাগাদ পরিবারের সদস্যরা ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই ওই নাবালককে বাড়ি থেকে আটক করে আনে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নাবালককে গ্রেপ্তার করা হয়।

    জেলা পুলিশের এক আধিকারিক রবিবার সন্ধ্যায় জানিয়েছেন, ‘ওরা পূর্ব পরিচিত ছিল। একই ক্লাসে পড়ত। বাড়িও পাশাপাশি। আমরা গতকাল (শনিবার) পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ নিই। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।’ তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। 

    প্রসঙ্গত, গত কয়েক মাসে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনার খবর উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনাগুলোর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণাও করেছে আদালত। 

  • Link to this news (এই সময়)