• পুকুর থেকে উদ্ধার পচাগলা দেহ, রায়গঞ্জে যুবকের রহস্যমৃত্যু
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • পাঁচ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জে। মৃতের নাম করণ হাজরা (২৮)। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবক। এ দিন সকালে মৃতদেহ উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের খরমুজা ঘাট এলাকায় অবস্থিত মৎস্য ভবনের পিছনের পুকুর থেকে। জানা গিয়েছে, মৃত যুবক পেশায় স্লাইডিং মিস্ত্রি ছিলেন। কী ভাবে ওই যুবকের মৃত্যু হলো, তা নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

    স্থানীয় বাসিন্দা বিজয় কুমার দাস জানিয়েছেন, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন করণ হাজরা। পুলিশে মিসিং ডায়েরিও করা হয়েছিল। রবিবার পুকুরের মধ্যে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি বলেন, ‘করণের কোনও শত্রু ছিল বলে মনে হয় না। কী কারণে করণের মৃত্যু হল পুলিশ তদন্ত করে বের করুক।’ আর এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কিছুদিন ধরে নিখোঁজ ছিল করণ। কচুরিপানার আড়ালে দেহটি প্রথমে দেখতে পেয়েছেন স্থানীয়রাই।’ তবে ওই এলাকায় নিহত যুবক কী করতে গিয়েছিলেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)