ফের বারো মাইল জঙ্গলে দেখা মিলল বাঘের, আতঙ্কে এলাকা জুড়ে চাঞ্চল্য
আজ তক | ২৭ জানুয়ারি ২০২৫
বারো মাইল জঙ্গলে আবার ফিরে এল বাঘ। আজ ভোরে সুতান গ্রামের রাস্তায় বাঘের সামনে পড়ে যান স্থানীয় বাসিন্দা শুকলাল বেসরা। যদিও বাঘটি আক্রমণ করেনি, আতঙ্কে শুকলাল বাইক ঘুরিয়ে রানীবাঁধে ফিরে যান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
বাঘের উপস্থিতি নিশ্চিত প্রমাণ
বন দফতরের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড়ি ঝোরার কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এই পায়ের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি বাঘেরই। বারো মাইল জঙ্গল থেকে খুব কাছেই রয়েছে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল এবং পুরুলিয়ার কুইলাপাল জঙ্গল। ফলে বাঘটি যেকোনো সময় এই জঙ্গলে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্ববর্তী অবস্থান
এর আগে বৃহস্পতিবার রাতে বাঘটি ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গল থেকে বারিকুলের বাগডুবি জঙ্গলে ঢুকে পড়েছিল। স্থানীয়রা বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে শনিবার সকালে প্রায় ২০ কিলোমিটার দূরে সারেঙ্গার পড়্যাশোল গ্রামের জঙ্গলে আবার পায়ের ছাপ দেখা যায়।
গ্রামবাসীদের সতর্কবার্তা
বন দফতর ইতিমধ্যেই গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দাদের বাঘ থেকে দূরে থাকতে এবং কোনো বিপদজনক পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে খবর দিতে বলা হয়েছে।