• মেদিনীপুরে নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ দশম শ্রেণির ছাত্রের! সম্পর্কের অবনতির জের?
    প্রতিদিন | ২৭ জানুয়ারি ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: স্কুলের পাশের প্রাইমারি বিদ্যালয়ে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ। নাবালিকা অসুস্থ হয়ে পড়তেই পুলিশের জালে গুণধর ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। সম্পর্কের অবনতির জের নাকি নেপথ্য লুকিয়ে অন্যরহস্য? জানার চেষ্টায় পুলিশ। 

    জানা গিয়েছে, ডেবরা জলিমান্দা পঞ্চায়েত শ্যামচক এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত ছাত্র ও নির্যাতিতা। অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র। নবম শ্রেণিতে পড়ে নাবালিকা। দুজনের বাড়ি একেবারে পাশেই। সূত্রের খবর, তাদের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। শুক্রবার ছেলেটির স্কুলে স্পোর্টস ছিল। সাড়ে তিনটে নাগাদ ছুটি হয়। তারপর নাবালিকা প্রেমিকাকে পাশেই একটি বন্ধ প্রাইমারি স্কুলে নিয়ে যায় বলে খবর। সেখানেই তাকে ধর্ষণ করে গুণধর। নাবালিকা ওইদিন কাউকে কিছু বলেনি।

    শনিবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। শুরু হয় ব্যথা ও রক্তপাত। তাতেই সে ভয় পেয়ে যায়। একপ্রকার বাধ্য হয়েই বাড়িতে গোটা বিষয়টা জানায় সে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হন। আটক করা হয়েছে ওই ছাত্রকে। নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এক কিশোরকে আটক করা হয়েছে। তবে কী ঘটেছিল, কেন এই ভয়ংকর কীর্তি, তা জানার চেষ্টা চলছে। 
  • Link to this news (প্রতিদিন)