রাস্তার পাশের জঙ্গল থেকে যুগলের দেহ উদ্ধার, মালবাজারে ব্যাপক চাঞ্চল্য
প্রতিদিন | ২৭ জানুয়ারি ২০২৫
অরূপ বসাক, মালবাজার: রাস্তার পাশের জঙ্গলে পড়ে যুগলের দেহ। দুর্ঘটনা নাকি অন্য কিছু, কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মালবাজারের ওদলাবাড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। সম্ভবত ওই যুবক-যুবতী বাইকে করে ক্রান্তি ব্লকের কৈলাশপুর চাবাগান এলাকা থেকে ওদলাবাড়ির দিকে আসছিলেন। জঙ্গল লাগোয়া তারঘেরা এলাকায় দুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ। এরপর স্থানীয়রাই দুজনকে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। কীভাবে মৃত্যু হল দুজনের, তা এখনও স্পষ্ট নয়। মালবাজার পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার হুদুরডাঙ্গা বিএফপি স্কুলের প্রধান শিক্ষক সফিউল হক ক্যানেল রোড হয়ে ক্রান্তি যাচ্ছিলেন। সেই সময় বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান প্রধানশিক্ষক সফিউল হক। এই দুর্ঘটনায় তুহিন গোস্বামী নামে আরেকজন জখম হন। তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এই বিষয়ে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানালেন, ক্রান্তি ব্লকের ক্যানেল রাস্তায় স্পিড ব্রেকারের প্রয়োজনীতা রয়েছে। তা না হওয়ায় অঘটন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা শোকের ছায়া নেমে এসেছে।