• তমলুকের প্রবীণ রাজনীতিবিদ মঞ্চে অন্য ভূমিকায়, প্রাক্তন মন্ত্রীর অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • পুরোদমে রাজনীতি করেন। সঙ্গে রয়েছে অধ্যাপনাও। তবে এ বার এক অন্য ভূমিকায় দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্রকে। মঞ্চ থেকে তাঁর বক্তৃতা শুনতে অভ্যস্ত সকলেই। প্রজাতন্ত্র দিবসের দিন মঞ্চে তাঁর অভিনয় প্রতিভার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর।

    ২৩ জানুয়ারি থেকে পাঁশকুড়া গ্রামীণ মেলা কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুরের সুভাষ ময়দানে আয়োজন করা হয়েছে ‘পাঁশকুড়া গ্রামীণ মেলা’। মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। সেই মেলার মঞ্চে এ বার অভিনেতা হিসেবে ধরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। ‘মীরার বধূয়া’ নাটকে অভিনয় করলেন প্রবীণ রাজনীতিবিদ।

    প্রাক্তন মন্ত্রী জানান, ছোট থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকলেও অধ্যাপনা ও রাজনীতির কারণে সে ভাবে মঞ্চে অভিনয় করা হয়ে ওঠে না। তিনি বলেন, ‘অনেকদিন পরে আবার মঞ্চে অভিনয় করলাম। খুব ভালো লাগল। বর্তমান সময়ে এই নাটকটি দর্শকরা উপভোগ করেছেন।’

    জেলার জেলাপরিষদের সভাধিপতি  তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও যাত্রায় অভিনয় করতে দেখা গিয়েছিল কয়েকদিন আগেই। তার পর এ বার প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্রকে দেখা গেল অভিনয় করতে। মেলায় আগত এক দর্শক বলেন, ‘ওঁকে দীর্ঘদিন ধরে চিনি। রাজনীতির জগতেই দেখেছি বেশিরভাগ সময়ে। আজ নাটকে অভিনয় করতে দেখে বেশ ভালো লাগল।’

  • Link to this news (এই সময়)