রাজু চক্রবর্তী, কলকাতা: একবছরের প্রতীক্ষার শেষ। বই প্রেমীদের উৎসবের মরশুম শুরু। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। সল্টলেকের বই মেলা প্রাঙ্গনে লাখ লাখ মানুষকে সহজে পৌঁছে দিতে উদ্যোগী রেল ও রাজ্য। মঙ্গলবার থেকেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর মেট্রো রুটে বাড়তি পরিষেবা মিলবে। এই করিডোরে করুণাময়ী স্টেশনে নেমেই মেলা মাঠে ঢুকে পড়তে পারে আমজনতা। ঝক্কিহীন এই যাত্রায় বই প্রেমীরা গত কয়েকবছর ধরে অভ্যস্ত হয়ে উঠেছেন। অন্য সময়ে রবিবার এই মেট্রো রুট সম্পূর্ণ বন্ধ থাকে। তবে বইমেলা চলাকালীন এই মেট্রো রবিবারেও চালু থাকবে। আগামী ২ ও ৯ ফেব্রুয়ারি দুপুর সোওয়া ২ টো থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। সবমিলিয়ে এই দুই ছুটির দিনে সবমিলিয়ে ৭৪টি মেট্রো পরিষেবা চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে বছরের অন্যান্য সময়ে সোমবার থেকে শনিবার সারাদিনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো পরিষেবা চলে। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২২টি মেট্রো পরিষেবা চলবে। অন্যদিকে, পুস্তকপ্রেমীদের জন্য বই মেলা স্পেশাল বাস চালাবে রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের তরফে এ সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মেলা চলাকালীন কয়েকশো বাড়তি বাস সল্টলেক করুণাময়ী হয়ে চলাচল করবে। গড়িয়া, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, জোকা, বারাসত, এয়ারপোর্ট, বেহালা, সহ বৃহত্তর কলকাতার একগুচ্ছ এলাকার যাত্রীদের নিয়ে বই মেলায় যাতায়াত করবে বাসগুলি। সেই সূত্রে শহরে বিভিন্ন ডিপোয় পড়ে থাকা অসংখ্য বাস জরুরি ভিত্তিতে মেরামত করে রাস্তায় নামান হবে। এসি-নন এসি উভয় প্রকারের বাস পাবেন যাত্রীরা।