মোবাইল আর সিম উপহার পাঠিয়ে নতুন কায়দায় সাইবার জালিয়াতি!
বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: আপনার নামে পার্সেল এসেছে। তাতে মিলেছে মাদক,ভুয়ো পাসপোর্ট। সাইবার জালিয়াত দের এই ফোন পেয়ে অনেকেই ঘাবড়ে গিয়েছেন। শুনতে হয়েছে এরজন্য তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। কিছু বুঝে উঠতে না পেরে ফোনের ওপারে থাকা ব্যক্তি জালিয়াতদের কথামত চলে খুইয়েছেন কোটি টাকা। ডিজিটাল এই অ্যারেস্ট নিয়ে খোদ প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। এরপর এই নিয়ে লাগাতার অভিযান চলছে সাইবার জালিয়াতদের বিরুদ্ধে।
কিন্তু তাই বলে বসে নেই সাইবার প্রতারকরা। নিত্য নতুন ফন্দি ফিকির আঁটতে ব্যস্ত। এই তালিকায় নতুন সংযোজন হলো টার্গেট কে উপহার হিসেবে মোবাইল ও সিম কার্ড পাঠিয়ে জালিয়াতি। নতুন কায়দায় এই প্রতারণায় ঘুম ছুটেছে রাজ্য পুলিশের।
কিন্তু কিভাবে? সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে তৈরি হওয়া ইউনিট সূত্রে খবর , সাইবার জালিয়াত চক্র লাগাতার ফোন করছে বিভিন্ন ব্যক্তিকে। সংশ্লিষ্ট ব্যক্তি ক্রেডিট কার্ড ব্যবহার করেন কিনা জেনে নিচ্ছে। উল্টো দিকে উত্তর হ্যা হলেই কি ধরনের কেনাকাটায় আগ্রহ জানার পর টোপ দিচ্ছে ওই গ্রাহকের ক্রেডিট স্কোর খুব ভালো। তাই ব্যাঙ্ক তাঁকে ফ্রী তে ক্রেডিট কার্ড দিচ্ছে। এরজন্য কোনো চার্জ লাগবে না। সঙ্গে ব্যাঙ্ক বাড়তি উপহার হিসেবে দিচ্ছে একটি মোবাইল ফোন ও সিম। লোভনীয় গিফটের কথা শুনে অনেকেই রাজি হচ্ছেন। আবার যাঁদের ক্রেডিট কার্ড নেই তাঁদের বলা হচ্ছে নতুন কার্ড নিলেই সঙ্গে যাবে দামী ৫জি মোবাইল ও সিম। ছয় মাস রিচার্জ করতে হবে না গ্রাহক কে।
সাইবার ক্রাইম নিয়ে তদন্তের দায়িত্ব থাকা অফিসারদের বক্তব্য এই ফাঁদে পা দিলেই বিপদ। সাইবার জালিয়াত দের টাকা হাতানোর একটা নতুন কৌশল। কিন্তু কিভাবে? তদন্তকারীদের কোথায়, ক্রেডিট কার্ডের টোপ গিললেই ব্যাঙ্ক কর্মী সেজে জালিয়াত হাজির হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানায়। নতুন ক্রেডিট কার্ড দেওয়ার সঙ্গে উপহার হিসেবে দেবে নতুন মোবাইল ও সিম। আর এতেই লুকিয়ে রয়েছে বিপদ। সাইবার জালিয়াত দের দল আগে থেকেই ফোনে নির্দিষ্ট কিছু অ্যাপ ডাঊনলোড করে রাখছে। সঙ্গে বিশেষ সফটয়ার আপলোড করে দেওয়া হচ্ছে। সিম চালু করলেই সেগুলি সক্রিয় হয়ে উঠছে। যার মাধ্যমে ব্যাংকের সমস্ত নথি হ্যাক করে নিচ্ছে জালিয়াত চক্র। এমনকি পাসওয়ার্ড পর্যন্ত তারা জেনে ফেলছে। জালিয়াত দের সিম ফেলে দিয়ে অন্য সিম লাগালেও রক্ষা নেই। কারণ ফোনে আগাম এমন কিছু সফটওয়ার ইনস্টল করা থাকছে যেগুলি দিয়ে ব্যাংকের নথি তে ঢুকে পড়া সম্ভব। এভাবে তারা ব্যাংকের অ্যাকাউন্ট সাফা করে দিচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত অভিযোগ আসতে শুরু করেছে। তাই পুলিসের পরামর্শ নতুন মোবাইল উপহার পাওয়া যাবে, এই টোপ কেউ দিলে সেটি প্রত্যাখ্যান করার কথা বলছেন। আর মোবাইল কেউ নিয়ে নিলেও সেটি ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন পুলিস কর্তারা।।