মহিলা সম্পাদক, নাকি কেরলই ভরসা সিপিএমের? চর্চা তুঙ্গে
বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
সোহম কর, কলকাতা: সীতারাম ইয়েচুরির বিকল্প হয় না—সিপিএম নেতাদের মুখে মুখে এখনও এই কথা। কিন্তু এবার সাধারণ সম্পাদক কে হবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিপিএমের অন্দরে। কিছুদিন আগেই কলকাতায় পার্টি কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়ে গেল। সেই বৈঠক থেকে সিপিএম যে আবার কেরল লাইনে ফিরতে চলেছে, সে কথা একপ্রকার স্পষ্ট। তাহলে কি কেরল থেকেই কেউ সাধারণ সম্পাদক হচ্ছেন? সেক্ষেত্রে পার্টির অন্দরে এম এ বেবির নাম উঠে এসেছে। আবার একাংশের বক্তব্য, বৃন্দা কারাতকেই প্রথম মহিলা সাধারণ সম্পাদক হিসেবে পেতে চলেছে পার্টি। নতুন করে আবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামও উঠে আসছে।
একটা সময় পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের নাম উঠে এসেছিল। সূত্রের খবর, বাংলা ছেড়ে দিল্লিতে যেতে চাননি সেলিম। সম্মেলন প্রক্রিয়া চলাকালীন সেলিমকে রাজ্যের বাইরেও কোথাও যেতে দেখা যায়নি। তবে প্রায় সমস্ত জেলা সম্মেলনে উপস্থিত থেকেছেন রাজ্য সম্পাদক। সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পর প্রকাশ কারাতকেই পলিটব্যুরো সমন্বায়ক করা হয়েছিল। জাতীয় রাজনীতিতে ভালো ভাবমূর্তি ছিল সীতারামের। সাংসদ সংখ্যা কম হলেও ইন্ডিয়া শিবিরে গুরুত্বও ছিল তাঁর। কিন্তু এই মুহূর্তে সেই মুখের অভাব বোধ করছে সিপিএম। তাই বিকল্প খুঁজতে গিয়ে কার্যত নাকানি-চোবানি খাচ্ছেন বাম নেতারা। কেরলের এম এ বেবি জাতীয় রাজনীতিতে খুব একটা পরিচিত নন। অন্যদিকে, মানিক সরকারের দিল্লিতে রাজনীতি করার অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে কি প্রথম মহিলা সম্পাদক পেতে চলেছে সিপিএম? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নাকি অন্য কোনও মুখ নেতৃত্বে উঠে আসবেন? সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
এই বার পার্টির রাজনৈতিক খসড়া আগামী ১ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে। পার্টির সর্বস্তরে সেই রাজনৈতিক খসড়া আলোচনার জন্য দেওয়া হবে। তারপর আগামী ২ থেকে ৬ এপ্রিল মাদুরাইতে অনুষ্ঠিত হতে চলা ২৪তম পার্টি কংগ্রেসে সেই রাজনৈতিক খসড়া পেশ করা হবে।