• বারাকপুরে অটো-টোটোর বাড়বাড়ন্ত, অতিষ্ঠ মানুষজন
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
  • সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: উত্তর শহরতলীর অত্যন্ত ব্যস্ততম স্টেশন হল বারাকপুর। সেই স্টেশন থেকে নামলেই অটো, টোটোর দৌরাত্বে পথযাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্টেশনের আইল্যান্ড ঘিরে বিভিন্ন দোকানের সামনে অটো এবং টোটো রীতিমত রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। অন্য গাড়ি চলাচলের ক্ষেত্রে তীব্র অসুবিধা হয়। কয়েক মাস আগে বারাকপুর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে বারাকপুর স্টেশনের সামনে কোন টোটো ঢুকবে না বলে নির্দেশ জারি করা হয়েছিল।


    সেই নির্দেশকে ঘিরে টোটো চালকরা আন্দোলন করেছিলেন। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতারা। বর্তমানে আবার জে কে সেই অবস্থা। টোটো চলে যাচ্ছে স্টেশনের মুখ পর্যন্ত। যে যেমন খুশি ভাবে টোটো চালাচ্ছে। নিয়মের কোন বালাই নেই। তারা যে যেমন পারছে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। টোটো রুটকে কেন্দ্র করে এবং যেকোনো জায়গা থেকে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোর সঙ্গে টোটোর প্রায় সেই গন্ডগোল লেগে থাকে।।


    বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে কয়েক হাজার অটো, টোটো চলে। বিশেষ করে ব্যারাকপুর স্টেশন চত্বর, কাকিনাড়া বাজার, নৈহাটির অরবিন্দ রোডে টোটো অটোর জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ইতিমধ্যে বারাকপুর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল নিষিদ্ধ করার কথা ঘোষণা হলেও তাকে বুড়ো আইন দেখিয়ে বিভিন্ন জায়গায় টোটো চলছে। বারাকপুর পুলিস কমিশনারেটের এক আধিকারিককে জানিয়েছেন জানিয়েছেন, বারাকপুর স্টেশন চত্বর থেকে অটো, টোটোকে মাঝেমধ্যেই সরাতে বলা হয়। এরপরে পুলিস বাধ্য হবে অটো টোটোকে সরিয়ে দিতে। মাঝেমধ্যে পুলিসের পক্ষ থেকে অভিযান হয়, দুদিন পরে আবার জে কে সেই অবস্থা। পুরো নিয়ন্ত্রণহীন ভাবেই চলছে অটো টোটো বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে।
  • Link to this news (বর্তমান)