• পিএফ গ্রাহকদের অভিযোগ শুনতে আজ বিশেষ ক্যাম্প রাজ্যের নানা প্রান্তে
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: আজ ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি, জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখে পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচিকেই বলা হয় ‘নিধি আপকে নিকট’।


    পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের আওতায় আজকের ক্যাম্প বসবে কলকাতার আর এন মুখার্জি রোডের জালান ইমপেক্স-এর অফিসে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিড়লাপুরের বিড়লা জুট ইন্ডাস্ট্রিজে বসবে ক্যাম্প। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় উত্তর ২৪ পরগনায় এবারের ক্যাম্প হবে খড়দহ পুরসভায়। পাশাপাশি নদীয়ার ক্যাম্প বসবে কল্যাণীর অ্যান্ড্রিউ ইউল লিমিটেডের অফিসে। আজ হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় হুগলি জেলায় ক্যাম্প হবে দাদপুরের দক্ষিণেশ্বরী মা পলিফ্যাবস লিমিটেডের ক্যাম্পাসে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ক্যাম্প হবে হলদিয়া দুর্গাচকের বাসুদেবপুরে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে নিধি আপকে নিকট সংগঠিত হবে  খড়্গপুরের চকরুইয়ায় ম্যাট ফাউন্ড্রি ইন্ডিয়া লিমিটেডের অফিসে। এছাড়াও ঝাড়গ্রামের  এসবি এন্টারপ্রাইজের অফিসে বসবে ক্যাম্প।


    দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী পালিতপুর রোডের শ্যাম ফেরো অ্যালয় লিমিটেডের অফিসে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সেই ক্যাম্প হবে রানিগঞ্জের শুভদর্শনী হসপিটাল ও ডায়াবেটিক কেয়ারে। বীরভূমের ক্ষেত্রে আজ ক্যাম্প বসছে বিকেটিপিপি থার্মাল পাওয়ার ক্যাম্পাসে। বাঁকুড়ার ক্ষেত্রে সেই ক্যাম্প হবে গোবিন্দ নগর বাসস্ট্যান্ডের কাছে অনাময় পলি ক্লিনিক ও ডায়াগনস্টিকস সেন্টারে। পুরুলিয়ার ক্ষেত্রে ক্যাম্প হবে সাঁওতালডিহি থার্মাল পাওয়ার স্টেশন চত্বরে।  জলপাইগুড়ি আঞ্চলিক  অফিসের আওতায় এবার ক্যাম্প বসছে মোহিত নগরের হিন্দুস্থান ফুড প্রসেসিং ওয়ার্কসে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে তা হবে হলদিবাড়ি পুরসভায়। পাশাপাশি কোচবিহারের ক্ষেত্রে আজ নিধি আপকে নিকট শিবির চলবে মাথা ভাঙ্গার এসএ প্লাইউড ইন্ডাস্ট্রিজে।


    জঙ্গিপুর আঞ্চলিক অফিসের ক্ষেত্রে মুর্শিদাবাদের ধুলিয়ান ওটু পাবলিক স্কুলে  বসবে শিবির। পাশাপাশি মালদহের ক্ষেত্রে ক্যাম্প হবে লক্ষ্মীপুরের মাস এন্টারপ্রাইজেস -এর অফিসে। দার্জিলিংয়ের ক্ষেত্রে শিবির হবে রবার্টসন রোডের সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা' তে। শিলিগুড়ি আন্চলিক অফিসের আওতায় দক্ষিণ দিনাজপুরের পাতিরাম পথসাথীতে ও উত্তর দিনাজপুরের ইসলামপুরে লক্ষ্মী টি প্ল্যান্টেশন-এ আজ বসতে চলেছে পিএফ শিবির।
  • Link to this news (বর্তমান)