ঘুম ভাঙল শীতের! রবিবার থেকেই নামছে তাপমাত্রার পারদ। সোমবার ভোরে কলকাতার তাপমাত্রা নামল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। গত ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সোমবার রাতে আরও পারদ পতন হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কিন্তু এই শীতসুখ বেশিদিন স্থায়ী হবে না, জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার ফের প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ফের ঊর্ধ্বমুখী হবে দিন এবং রাতের তাপমাত্রার পারদ। ফলে আনুষ্ঠানিকভাবে ধীরে ধীরে বিদায় নেওয়ার পথে শীত।
চলতি মরশুমে বারবার শীতের পথ আটকেছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে সেভাবে থিতু হয়নি ঠান্ডা। রবিবার থেকে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। কিন্তু বুধবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী দু'দিনের মধ্যে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। ফলে সরস্বতী পুজোতে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে না। সরস্বতী পুজো, ২ ফেব্রুয়ারির পরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। নতুন করে কুয়াশার সতর্কবার্তা নেই কোনও জেলার জন্যই। স্বস্তির বিষয়, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাসও নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে পারে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।