• হাসনাবাদ-শিয়ালদহ লোকাল ট্রেনের মহিলা কামরায় আগুন আতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বিভ্রাট। কামরায় আগুনের আতঙ্ক। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামলেন যাত্রীরা। সোমবার হাসনাবাদ-শিয়ালদহ শাখার সন্ডালিয়া স্টেশনে এই ঘটনা ঘটে। এ দিন সকালে বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই হাসনাবাদ-শিয়ালদহ লোকালের মহিলা কামরায় আচমকাই ধোঁয়া দেখতে পান যাত্রীরা।

    সন্ডালিয়া স্টেশনে আসতেই কামরা খালি করে দেন যাত্রীরা। চালকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক সমস্যার কারণেই এই আগুন লেগেছিল দু'টি কামরার মাঝে। প্রায় আধঘণ্টা ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়েছিল বলে দাবি যাত্রীদের। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    সকালের এই ঘটনার জন্য হাসনাবাদ-বারাসত ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। সমস্যায় পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের কথায়, সকাল ৬টা ৪০ মিনিটের ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল সন্ডালিয়া স্টেশনে ঢোকার মুহূর্তেই ট্রেনটির মহিলা কামরায় আগুন দেখা যায়। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এক মহিলা যাত্রী বলেন, ‘হঠাৎ আমরা কামরার মধ্যে ধোঁয়া দেখতে পাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না। ট্রেনটি সন্ডালিয়া ঢোকার পরেই আমরা নেমে যাই।’

    পূর্ব রেলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও যাত্রীদের দাবি, লোকাল ট্রেনটি প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে ছিল। কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে রেলের তরফে জানানো হচ্ছে, যান্ত্রিক সমস্যার কারণেই দুটি কামরার মাঝখানে আগুন লেগেছিল। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)