• মাঝপথে বিকল দার্জিলিং মেলের ইঞ্জিন, প্রায় দেড় কিলোমিটার পেছনে টেনে নিয়ে যাওয়া হলো যাত্রী-সহ ট্রেন
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • হলদিবাড়ি-শিয়ালদহ ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে বিপত্তি। রবিবার রাতে আলুয়াবাড়ি রোড স্টেশন সংলগ্ন ইসলামপুরের শান্তিনগর কলোনি এলাকায় আচমকা দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। জানা গিয়েছে, রবিবার সাড়ে ৮টা নাগাদ প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় দার্জিলিং মেল। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী-সহ ট্রেনে থাকা রেলকর্মীরাও। পরে যাত্রীরা ইঞ্জিন বিকলের বিষয়টি জানতে পারেন। প্রায় দেড় ঘণ্টা পরে নতুন একটি ইঞ্জিন লাগিয়ে যাত্রী সমেত আস্ত এই ট্রেনটিকে প্রায় দেড় কিলোমিটার পেছনে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয়।

    স্বাভাবিকভাবেই ট্রেনটি পিছনের দিয়ে নিয়ে যাওয়ায় আতঙ্ক-উদ্বেগ দেখা যায় যাত্রীদের মধ্যে। এরপরে দীর্ঘ সময় ধরে মেরামত করা হয় ইঞ্জিনটির। তা ঠিক করে রাত সাড়ে ১১টা নাগাদ শিয়ালদহর উদ্দেশে রওনা দেয় দার্জিলিং মেলটি। ট্রেনটি পিছনের দিকে নিয়ে যাওয়া নিয়ে আতঙ্কের পাশাপাশি লেট হওয়ায় উদ্বেগ বাড়ে যাত্রীদের মধ্যে। ট্রেনটি শান্তিনগর রেল গেট পেরোনোর আগে বিকল হয়েছিল। ফলে সেখানে যানজট তৈরি হয়। প্রভাব পড়ে আলিনগর রেল গেটেও।

    ভোগান্তির আশঙ্কা করেন বহু যাত্রী। ওই ট্রেনের যাত্রী দুলাল অধিকারী রবিবার বলেন, ‘ট্রেন লেট হবে বলে মনে হচ্ছে। সোমবার অফিস রয়েছে। বুঝতে পারছি না আদৌ কাজে যেতে পারব কি না। একটা পরিকল্পনা করে বেরিয়েছিলাম।’ একই সুর শোনা গেল যাত্রী সোমনাথ ভদ্রের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমি টালিগঞ্জের বাসিন্দা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেনে উঠেছিলাম। মাঝপথে এই বিভ্রাট। সোমবার অফিসে সময়ে পৌঁছতে পারব না।’ শুধু এই দুই যাত্রী নয়, এই আশঙ্কা করেন অনেক যাত্রীই।

    তথ্য সহায়তা: বিশ্বরূপ বিশ্বাস

  • Link to this news (এই সময়)