• শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেনের কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীদের চিৎকারে থামল ট্রেন, ব্যহত পরিষেবা
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে প্রথমদিনই ট্রেন বিভ্রাট। প্রথমে ট্রেনের কামরায় ধোঁয়া এবং তারপর আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। সোমবার সাতসকালেই শিয়ালদা-হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে ট্রেনে আগুন দেখে চাঞ্চল্য ছড়াল। সেই আগুন দেখে ট্রেনের কামরা থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লেন যাত্রীর। তবে আহত হওয়ার কোনও খবর নেই। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি। রক্ষা পেয়েছেন যাত্রীরাও। 

    ট্রেন বিভ্রাট এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেলের। তারই খণ্ডচিত্র দেখাগেল সোমবারও। শিয়ালদা-হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তেই যাত্রীরা মহিলা কামরায় আগুন দেখতে পান। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেনটি ওই স্টেশনেই দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের দাবি, বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই তাঁরা ধোঁয়া লক্ষ্য করেন। সন্ডালিয়া স্টেশনে পৌঁছতেই চালক ট্রেন দাঁড় করিয়ে দেন। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান। আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্টেশনে। প্রায় আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ফের স্বাভাবিক হয় পরিষেবা। চালকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই দুই কামরার মাঝে আগুন লেগে যায়।
  • Link to this news (আজকাল)