• সঞ্জয় রায়ের ফাঁসি? আজ কলকাতা হাইকোর্টে শুনানি
    আজ তক | ২৭ জানুয়ারি ২০২৫
  • আজ, সোমবার সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের আর্জির শুনানি কলকাতা হাইকোর্টে। গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করে শিয়ালদা নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য সরকার। 

    শুরু থেকেই আরজি কর খুন-ধর্ষণে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার শিয়ালদা আদালতের শুনানির পরেই তিনি ফের সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেন। তিনি বলেন, 'আমাদের পুলিশের হাতে থাকলে মৃত্যুদণ্ডের সাজা হত।'

    ১৮ জানুয়ারি শিয়ালদা আদালত আরজি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। এরপর ২০ জানুয়ারি সাজা ঘোষণার আগে, সঞ্জয় রায়ের অপরাধকে 'বিরলের মধ্যে বিরলতম' বলে উল্লেখ করেন সিবিআই-এর আইনজীবী। যদিও সাজা ঘোষণার সময় পর্যবেক্ষণে বিচারক জানান, এটি বিরলের মধ্যে বিরলতম নয়। এরপরেই এই নিয়ে পাল্টা প্রশ্ন করেন নির্যাতিতার মা-বাবা। তাঁরা প্রশ্ন তোলেন, 'আমার মেয়ে সরকারি হাসপাতালে ডাক্তার হিসাবে কর্তব্যরত অবস্থায় চলে গেল। এটি যদি বিরলতম না হয়, তবে কোনটা? সিবিআই-এর তদন্তে ব্যর্থতার কারণেই এমনটা হল।'

    এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পর্যবেক্ষণ নিয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, 'আমি বিচারব্যবস্থার সমালোচনা করতে পারি না। কিন্তু বিচারের সমালোচনা করতে পারি। আজ বলা হল যে এটি বিরলের মধ্যে বিরলতম নয়। এর সঙ্গে আমি সহমত নই।'

    এরপরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে। সেখানে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আর্জি করা হয়েছে। 

    উল্লেখ্য, সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে CBI-ও। সোমবার তাদের পক্ষের আইনজীবীরও বক্তব্য শোনা হবে কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে আজ সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে রাজ্য ও সিবিআই -দুইয়েরই বক্তব্য শুনবে আদালত। 
  • Link to this news (আজ তক)