• এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে পারদ,সরস্বতী পুজোর আগে বৃষ্টি? বড় আপডেট
    আজ তক | ২৭ জানুয়ারি ২০২৫
  • শনিবারের থেকে রবিবার ৩ ডিগ্রি কমেছিল পারদ। প্রজাতন্ত্র দিবসে সেই  ঠান্ডার আমেজ  ভালোই উপভোগ করেছে বঙ্গবাসী। সঙ্গে ছিল কুয়াশার দাপটও। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও খানিকটা তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাড়বে উত্তুরে হাওয়ার দাপটও। জানুয়ারির শেষ সপ্তাহে গোটা বাংলা জুড়ে কেমন থাকতে চলেছে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    রাজ্যে শীতের কামব্যাক
    শীতের আসা-যাওয়ার খেলা চলছে বাংলায়। রবিবার ২৬ জানুয়ারি থেকেই পাল্টাচ্ছে তাপমাত্রার স্কেল। তাপমাত্রা অনেকটাই কমেছে কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জেলায়। আগামী ৪৮ ঘণ্টাতেও তাপমাত্রা আরও একটু কমবে। তবে বুধবার থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
     উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে। উত্তরবঙ্গেও আগামী তিনদিনে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে এর স্থায়িত্ব বেশিদিনের নয়। কারণ বুধবার থেকেই ফের পারদ চড়তে শুরু করবে।

    কুয়াশার দাপট এই জেলাগুলিতে
    চলতি সপ্তাহে বাংবার ৯  জেলায় কুয়াশার দাপট সকালে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে।  তবে বেলার দিকে পরিষ্কার আকাশ।  দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি  থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। 

    কলকাতার আবহাওয়া
    জাঁকিয়ে না হলেও  শীতের কামব্যাক হয়েছে। হাওয়া অফিস বলছে শীতের লাস্ট ইনিংস সরস্বতী পুজো পর্যন্ত। এই সময়ে কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে। তবে  বুধবারের পর তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।

    জাঁকিয়ে শীত আর পড়বে না
    চলতি মাঘ মাসের চেনা শীতের দেখা মেলেনি। আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আর জাঁকিয়ে শীত পড়বে না। দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। তার পরের দু’দিনে আবার পারদ চড়বে দুই থেকে তিন ডিগ্রি।
  • Link to this news (আজ তক)