• হাসনাবাদ-শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে আগুন আতঙ্ক, যাত্রীদের মধ্যে চাঞ্চল্য
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সাতসকালে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে আগুন! যা ঘিরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। আজ, সোমবার এই ঘটনা ঘটেছে হাসনাবাদ-শিয়ালদহ শাখার সন্ডালিয়া রেল স্টেশনে। আগুন আতঙ্কে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সন্ডালিয়াতে। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


    জানা গিয়েছে, আজ সকাল ৬টা ৪৮ মিনিটের ডাউন  হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বেলিয়াঘাটা রোড স্টেশন ছাড়ার পরেই এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের মহিলা কামরার যাত্রীদের দাবি, ট্রেন বেলিয়াঘাটা ছাড়তেই কামরার মধ্যে ধোঁয়া দেখা যায়। ফলে অনেকেই আতঙ্কিত হয়ে প঩ড়েন। ট্রেন পরবর্তী স্টেশন সন্ডালিয়া পৌঁছতেই যাত্রীরা চিৎকার করে স্টেশনে নেমে পড়েন। গার্ডের তরফেও ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।


    যাত্রীদের দাবি, আগুন লাগার জেরে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যদিও রেলের তরফে জানানো হয়েছে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রেক বাইন্ডিং-এর জেরে এই আগুন লেগেছিল বলে সূত্রের মারফত দাবি করা হয়েছে। এবিষয়ে রেলের তরফে কোনও তথ্য জানানো হয়নি। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
  • Link to this news (বর্তমান)