• ফের কলকাতায় শীতের পরশ, তিন দিনে ৬ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় আরও একবার ঠান্ডার ছোঁয়া। গত সপ্তাহে অনেকেই মনে করতে শুরু করেছিলেন শীত বিদায় নিয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, মঙ্গলবার থেকে বদলাতে পারে তাপমাত্রা। সোমবার সেই আভাসই দেখা গেল। রবিবার রাত থেকেই শীতের পরশ মিলছিল। সোমবার ফের একবার পড়ল পারদ। গত তিন দিনের নিরিখে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল প্রায় ৬ ডিগ্রি।


    হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, আজ, সোমবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি। আজ ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও, সকাল ৮টার পর থেকেই আকাশ রয়েছে ঝকঝকে। দিনভর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


    আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য বলছে  শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। আজ সোমবার সেই তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রির আশেপাশে। অর্থাৎ কলকাতায় ৭২ ঘণ্টাতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৬ ডিগ্রি। এমন পরিস্থিতিতে আশায় বুক বাঁধছেন শীতপ্রেমীরা। কলকাতায় কী তবে সেকেন্ড স্পেলে কামব্যাক করবে শীত? ফিরবে হাড়কাঁপুনি ঠান্ডা?
  • Link to this news (বর্তমান)