• RG করের নির্যাতিতার বাবা - মায়ের দাবি ন্যায্য, বহুদিন ধরে মমতার ইস্তফা চাইছে BJP
    হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
  • আরজি কর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্যাতিতার বাবা - মা। সন্তানহারা দম্পতির সেই দাবি সম্পূর্ণ ন্যায্য বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সংবাদসংস্থাকে তিনি বলেন, বিজেপি দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে নির্যাতিতার বাবা - মায়ের সমালোচনা করার জন্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের তীব্র সমালোচনা করেন তিনি।

    এদিন সুকান্তবাবু বলেন, ‘আরজি করের নির্যাতিতার বাবা মা আজ যে দাবিটা তুলেছেন বিজেপি সেই দাবি বহুদিন ধরে করে আসছে। সেটা হলেই প্রকৃত ন্যায় বিচার হবে। তাই আমি মনে করি তাদের দাবি ন্যায্য। ফিরহাদ হাকমিরে অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। তাই তিনি নিজের ঢাক নিজে বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকার চেষ্টা করছেন।’

    শনিবার সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন আরজি করের নির্যাতিতার বাবা। রবিবার সেই দাবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ওনারা নিজেদের এক্তিয়ারের মধ্যে থাকুন। সিবিআই যে ভাবে তদন্ত করেছে তাতে আমিও দুঃখিত। তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটায় আপনার প্রতি মানুষের সহানুভূতি নষ্ট হয়ে যাবে। ওনার প্রতি আমাদের সবার সহানুভূতি রয়েছে। ওনার মেয়ে এভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি। আমরা সবাই খুনির ফাঁসির সাজা চাই। কিন্তু সন্তানশোকে ওনার এমন কিছু বলা উচিত নয় যেটা ওনার এক্তিয়ারের মধ্যে পড়ে না। ওনারা যাদের পাল্লায় পড়েছেন তারা ওনাদের নিয়ে রাজনীতি করছেন। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা বামপন্থী দলগুলির দয়ায় মুখ্যমন্ত্রী হননি। বাংলার মানুষ চেয়েছে বলে মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে আছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)