অবৈধ মেডিক্যাল কাউন্সিল কারও বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে না: মানস গুমটা
হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রবিবার কলকাতার ৪ খ্যাতনামা চিকিৎসকের বিরুদ্ধে FIR দায়ের করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলর। আর তার পরই মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করলেন FIRএ নাম থাকা চিকিৎসক মানস গুমটা। হিন্দুস্তান টাইমসকে টেলিফোনে তিনি বলেন, ‘রাজ্য মেডিক্যাল কাউন্সিলটাই অবৈধ। তারা আবার আমাদের বিরুদ্ধে FIR করে কী করে?’
চিকিৎসক গুমটা বলেন, ‘আমার কাছে এখনও কোনও চিঠি আসেনি। ফলে জানি না অভিযোগ হয়েছে কি না। বা কী অভিযোগ হয়েছে? তবে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত নয়।’
তিনি বলেন, ‘প্রথমে জুনিয়র ডাক্তার কিঞ্জল ও আসফাকউল্লাহকে হেনস্থা করা হল। এবার আমাদের হেনস্থা করার ব্যবস্থা হচ্ছে। কিন্তু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই অভিযোগ করার এক্তিয়ার নেই। তারা এক্তিয়ার বহির্ভূত কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘রাজ্য মেডিক্যাল কাউন্সিলটাই তো অবৈধ। সেখানে ২০১৯ সাল থেকে অবৈধভাবে রেজিস্ট্রারের পদ দখল করে একজন বসে রয়েছেন। স্বাস্থ্যসচিব তাঁকে অবৈধ ঘোষণা করেছেন। তার পরেও তিনি পদ ছাড়ছেন না। ২০২২ সালে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে তিনিই রিটার্নিং অফিসার ছিলেন। তাই সেই নির্বাচনও অবৈধ। এই নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এই মাসেই তার শুনানিও রয়েছে।’ বলে রাখি, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে রয়েছেন মানস চক্রবর্তী।
তিনি বলেন, ‘শুধু রেজিস্ট্রার নন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের একাধিক সদস্য দুর্নীতির সঙ্গে যুক্ত। সেসবও আমরা আদালতের সামনে তুলে ধরব। আমাদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে লাভ হবে না। আরজি করের নির্যাতিতার বিচার আমরা আদায় করে ছাড়ব।’
বলে রাখি, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য থ্রেট কালচারে অভিযুক্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস।