ফের প্রতিহিংসার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, ৪ চিকিৎসকের বিরদ্ধে দায়ের হল FIR
হিন্দুস্তান টাইমস | ২৭ জানুয়ারি ২০২৫
সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করায় কলকাতার ৪ প্রথিতযশা চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। চিকিৎসক সুবর্ণ গোস্বামী, চিকিৎসক মানস গুমটা, চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাকে শাসকের প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন চিকিৎসকদের একটা বড় অংশ। আইনি পথে এর বিরুদ্ধে লড়াই হবে বলে জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসকরা।
আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায় ও রঞ্জন ভট্টাচার্য। নির্যাতিতার সুবিচারের দাবিতে ও চিকিৎসাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে সরব হন তাঁরা। সংবাদমাধ্যমে নিয়মিত সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাঁদের। চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভের আয়োজনও করেছিলেন তাঁরা। অভিযোগ, সেজন্যই তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
মেডিক্যাল কাউন্সিলের দায়ের করা অভিযোগ নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। আমি আইনি পথে এর জবাব দেব। এভাবে আমাদের রোখা যাবে না।’
চিকিৎসক মানস গুমটা বলেন, ‘এই অভিযোগ আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলটাই অবৈধ। তাদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা চলছে। তারা আবার আমাদের বিরুদ্ধে কী করে অভিযোগ দায়ের করে?’