সাত সকালে নিউ টাউনে ফের দুর্ঘটনা। মৃত্যু হলো স্কুটি চালক এক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুচিত্রা দেবনাথ (৩৩)। তাঁর বাড়ি পাটুলিতে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ওই মহিলা ইলেকট্রিক স্কুটি চালিয়ে বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ইকো পার্ক দু'নম্বর গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডারে ধাক্কা মারেন। গুরুতর জখন হন ওই মহিলা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ওই স্কুটির গতিবেগ কত ছিল, মহিলার মাথায় হেলমেট ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।
গত কয়েক দিনে নিউ টাউনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সাপুরজি এলাকায় তথ্যপ্রযুক্তি কর্মী এক তরুণীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়। অন্য এক পথ দুর্ঘটনায় নিউ টাউনের গৌরাঙ্গনগরে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ওষুধ ডেলিভারি কর্মীর। এ ছাড়াও নদিয়ার বাসিন্দা ম্যাকনালি দাস নামে এক যুবতীর মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনাতেই। ২ বন্ধুর সঙ্গে বাইকে সাপুরজির দিকে ফিরছিলেন তিনি। ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়েছিলেন তিনি।
নিউ টাউনে এই দুর্ঘটনাগুলি পথ নিরাপত্তার উপরে প্রশ্ন তুলে দিচ্ছে। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখানো নিয়ে সাধারণ মানুষের বেপরোয়া মনোভাব এই দুর্ঘটনাগুলির অন্যতম কারণ বলে মনে করছে পুলিশের একাংশ।