পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে খবর, চুলের রং খেয়েই আত্মঘাতী হয়েছেন বিজেপি নেত্রী। মৃত বিজেপি নেত্রীর নাম, নবনীতা কুহেলি বর্মন (৩৩)। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এই চরম পদক্ষেপ করলেন তিনি? তা ঘিরে তৈরি হয়েছে রহস্য। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, নবনীতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সংশ্লিষ্ট এলাকায় দাপুটে বিজেপি নেত্রী হিসেবে পরিচিত ছিলেন নবনীতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে নবনীতা চুলে রং করার রাসায়নিক খেয়ে নেন। তাঁকে পরিবারের সদস্যরা প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন থাকার পরেও মৃত্যু হয় ওই বিজেপি নেত্রীর। তাঁর ১২ বছরের একটি মেয়ে এবং ৮ বছরের এক ছেলে রয়েছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভগবানপুর থানার ওসি শাহেনশা হক বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক অশান্তির কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবনীতা মিটিং-মিছিলে যেতেন, তা পছন্দ করত না শ্বশুরবাড়ির লোকজন। এই নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকত। তবে নবনীতার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখুক পুলিশ।’