শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল মালদায়। সেই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায়। তড়িঘড়ি বন্দুকবাজদের নোটিস পাঠায় পুলিশ। একই ধরনের ঘটনা এ বার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। পিকনিকের সময় শূন্যে গুলি ছোড়ার অভিযোগ। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন।
উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই পিকনিকের মাঝেই শূন্যে গুলি ছুড়ে ‘সেলিব্রেট’ করা হয়। গুলির আওয়াজ শুনেই ছুটে আসেন পিকনিক স্পটের আশেপাশের বাসিন্দারা। আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে।
ঘটনার পর স্থানীয়রাই শিবদাসপুর থানায় খবর দেন। পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ একটি ৭এমএম পিস্তল উদ্ধার করে। সেই পিস্তল ওই দুই যুবক পেলেন কী করে? সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার বলেন, ‘আমি শুনেছি একটি পিকনিক স্পটে শূন্যে গুলি চালানো হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পিকনিক স্পট যাঁরা ভাড়া দেন, তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মালদা জেলার মানিকচকের নুরপুর এলাকায় একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল স্থানীয় ক্লাবের উদ্যোগে। সেখানেই নুরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শূন্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। বন্দুকগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। বন্দুকগুলির বৈধ লাইসেন্স রয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। মনসুর আহমেদ খান, মহম্মদ আমিনুর রহমান, আতকামা খান চৌধুরী এবং মহম্মদ ভকতাবক খান নামে চার ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছিল।