বাঘের পরে এ বার বাঁকুড়ার সারেঙ্গায় কংসাবতী নদী তীরের বড়দি গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ মিলল।
সোমবার সকালে বড়দি গ্রামের চাষের জমিতে এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের দাবি, ওই পায়ের ছাপ বাঘের। যদিও বনদপ্তরের কর্তারা এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানাননি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সারেঙ্গা থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের তরফে জানানো হয়েছে ওই পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত তাঁরা ওই মাঠে কাজ করেন। তখন কোনও পায়ের ছাপ তাঁরা দেখতে পাননি। সোমবার সকালে ওই ছাপ দেখতে পান। বনদপ্তরের তরফে এলাকার মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত কয়েক দিন ধরে রানীবাঁধের বাগডুবি, রাইপুরের ইন্দ্রঝোড়, সারেঙ্গার পড়্যাশোল, রানীবাঁধের সুতান-১২ মাইলের জঙ্গলে বাঘের ছাপ মিলেছে। এ বার সারেঙ্গার কংসাবতী নদী তীরের বড়দি গ্রামের চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ মেলায় শোরগোল পড়েছে।
সূত্রের খবর, রবিবার ভোরে সুতানের দিকে যাচ্ছিলেন বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের বাসিন্দা শুকলাল বেসরা। মাঝপথে হলুদ-কালো ডোরাকাটা এক জন্তুকে দেখে বাইক থামিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন বাঘের সামনে পড়েছেন। সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে ফের রানিবাঁধের দিকে রওনা দেন তিনি। শুকলালের দাবি, বারো মাইল জঙ্গলের রাস্তায় তিনি বাঘ দেখেছেন। কাছেই মিলেছে বাঘের পায়ের ছাপ।