• টানা ডিউটির কারণেই ‘অনিচ্ছাকৃত’ দুর্ঘটনা? বিটি রোডের ঘটনায় জামিন আরজি করের চিকিৎসককে
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৫
  • বিটি রোডের উপর ‘হিট অ্যান্ড রান’ কেসে জামিন পেলেন আরজি কর হাসপাতালের চিকিৎসক দেবজিৎ বিশ্বাস। শনিবার বিটি রোডে তাঁর গাড়ি ধাক্কা মারে এক ভ্যান চালককে। জগদীশ নামে ওই ভ্যান চালকের মৃত্যু হয়। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় শিয়ালদহ কোর্টে জামিন পান সরকারি হাসপাতালের ওই চিকিৎসক।

    চিকিৎসকের আইনজীবী আদালতে জানান, ৪৮ ঘণ্টা ১৪ মিনিট টানা ডিউটি করে শনিবার গাড়ি চালিয়ে ফিরছিলেন ওই চিকিৎসক। তিনি খুবই ক্লান্ত ছিলেন। সেই কারণেই গাড়ি চালানোর সময় চিকিৎসক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তাতেই দুর্ঘটনা ঘটে। ওই চিকিৎসক পুলিশি জেরায় জানান, ‘আমি ইচ্ছে করে এটা করিনি। ভুল করে দুর্ঘটনা ঘটে গিয়েছে।’ আদালত দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ওই চিকিৎসককে জামিন মঞ্জুর করেন।

    উল্লেখ্য, শনিবার বিকালে চারটে নাগাদ বিটি রোডে শ্যামবাজার থেকে সিঁথি মোড়ে যাওয়ার লেনে দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালককে পিষে দেয় গাড়িটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জনরোষ তৈরি হয় এলাকায়। দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চিকিৎসক। পালাতে গিয়ে একটি গাড়িতে ধাক্কা মারেন। পরে গাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যান তিনি বলে প্রতক্ষ্যদর্শীদের দাবি।

    স্থানীয় বাদিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকের কড়া শাস্তির দাবি করেন স্থানীয়রা। রাত ৯টা নাগাদ গাড়ি চালক ও পেশায় চিকিৎসক দেবজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। ধৃত জানিয়েছিলেন, গাড়ি চালানোর সময়ে ক্লান্তির কারণে তাঁর চোখ লেগে গিয়েছিল, সেই কারণেই দুর্ঘটনা ঘটে গিয়েছে।

  • Link to this news (এই সময়)