• খেলতে খেলতে পিছলে গেল পা, গঙ্গায় তলিয়ে নিখোঁজ প্রথম শ্রেণির দুই ছাত্রী...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বল নিয়ে খেলা করার সময় গঙ্গা নদীতে তলিয়ে গেল দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের  সামশেরগঞ্জ থানার নতুন কৃষ্ণপুর ঘাটে। 

    সোমবার সকাল থেকে এলাকায় ডুবুরি নামিয়ে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো শুরু হলেও বেলা ১১ টা পর্যন্ত নিখোঁজ দুই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই নাবালিকার নাম পাকিজা পারভীন (৭)এবং সুহানা খাতুন (৫)। দু'জনেরই বাড়ি ধুলিয়ান পুরসভার কৃষ্ণপুর এলাকায়। সম্পর্কে তারা দূরসম্পর্কের বোন হন। দুই নাবালিকাই স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। 

    গতকাল বিকেল নাগাদ পাকিজা এবং সুহানা আরও কয়েকজন বন্ধুর সঙ্গে নতুন কৃষ্ণপুর ঘাটের কাছে খেলা করছিল। সেই সময় তাদের খেলার একটি বল গঙ্গা নদীতে পড়ে যায়। বলটিকে তোলার জন্য এক বোন ঘাট দিয়ে নিচে নামলে সে হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়। এই দেখে আরও এক বোন তাকে বাঁচানোর চেষ্টা করতে যেতেই সেও নদীতে তলিয়ে যায়। 

    এরপরই ওই দুই বোনের সঙ্গে থাকা বাকি শিশুরা চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন দ্রুত ছুটে যান। গতকালই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করলেও সন্ধে হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ তাঁরা তল্লাশি অভিযান চালাতে পারেননি। সোমবার সকাল হতেই ফের একবার স্থানীয় বাসিন্দা এবং ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেছে। 

    ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিউল আলম বলেন, 'যে ঘাটটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এখনও কাঁচা রয়েছে। আমরা শুনেছি ওই দুই নাবালিকা হাত ধুতে ঘাটে নেমেছিল। কিন্তু ঘাটের মাটি পিছল থাকার জন্য দু'জনেই পা পিছলে নদী গর্ভে তলিয়ে যায়। এখনও তাদের সন্ধান মেলেনি।'
  • Link to this news (আজকাল)